More
    Homeবিনোদনবাবা-মায়ের সঙ্গম নিয়ে প্রশ্ন সর্বসমক্ষে! এই মুহূর্তে বিতর্কের একটাই নাম, ‘ইন্ডিয়াজ গট...

    বাবা-মায়ের সঙ্গম নিয়ে প্রশ্ন সর্বসমক্ষে! এই মুহূর্তে বিতর্কের একটাই নাম, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’

    বাবা-মায়ের সঙ্গম নিয়ে প্রশ্ন সর্বসমক্ষে। এই মুহূর্তে বিতর্কের একটাই নাম। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। জনপ্রিয় এই শোতে এসে অশ্লীল মন্তব্যের জেরে বেজায় বিপাকে পড়েছেন কৌতুকাভিনেতা সময় রায়না এবং ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। এখানেই শেষ নয়, বিতর্কের কারণে মামলাও হয়েছে এই দুই নেটপ্রভাবীর বিরুদ্ধে। জানেন তাঁদের মাসিক আয় কত?

     

     

     

     

    ‘বিয়ারবাইসেপ’ নামে পরিচিত রণবীর। প্রশংসা, বিতর্ক সব মিলিয়েই নেটিজেনদের মধ্যে বেশ চর্চায় থাকেন তিনি। রণবীরের পডকাস্টের অনুসরণকারীর সংখ্যা প্রায় মিলিয়ন। অন্য দিকে এক জনপ্রিয় কমেডি শো-এর হাত ধরে প্রচারের আলোয় আসেন সময়। বিভিন্ন কমেডি শো, একাধিক ব্র্যান্ডের প্রচার-সহ ইউটিউব মিলিয়ে তাঁর উপার্জন কোটি টাকার গন্ডিতে। রিপোর্ট বলছে, সময় রায়নার নেট উপার্জন প্রায় ১৪০ কোটির কাছাকাছি। কিছু কিছু পরিসংখ্যানের মতে তা ১৯৫ কোটিরও কাছাকাছি যেতে পারে।

     

     

     

     

    একইসঙ্গে দেশের সব থেকে ধনী ইউটিউবারদের তালিকায় রয়েছেন ‘বিয়ারবাইসেপ’। রিপোর্ট অনুযায়ী, তাঁর নেট উপার্জন প্রায় ৬০ কোটি। মাসিক আয় ৩৫ লাখের কাছাকাছি।

     

     

     

     

    কিন্তু এত অর্থ এবং জনপ্রিয়তার পরেও আইন ফাঁপর থেকে কিন্তু নিস্তার পাননি কেউই। বিতর্কের সূত্রপাত, ইউটিউবের অনুষ্ঠান চলাকালীন রণবীরের এক মন্তব্যকে ঘিরে। অনুষ্ঠানের মাঝে এক প্রতিযোগীকে রণবীর প্রশ্ন করেন, ‘‘আপনি কি সারা জীবন ধরে প্রতি দিন নিজের বাবা-মাকে সঙ্গম করতে দেখতে চান, না এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম চিরতরে বন্ধ করতে চান? কোনটা বেছে নেবেন?’’ এখানেই থেমে থাকেননি তিনি। পরে ওই প্রতিযোগীকে যৌনাঙ্গের আকার নিয়েও প্রশ্ন করতে শোনা যায় তাঁকে। বিতর্ক ছড়িয়ে যাওয়ার পরে ক্ষমা চাইলেও বিশেষ লাভ হয়নি বললেই চলে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments