‘বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে…’ বিষ্ণোই গ্যাং-এর পরবর্তী নিশানায় এবার সলমন? চিন্তায় অভিনেতার অনুরাগীরা। বাবা সিদ্দিকির মৃত্যুর পর কিছুটা ভেঙেই পড়েছেন যেন ভাইজান। বন্ধু সিদ্দিকির বাড়িতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার নতুন ভাবে হত্যার হুমকি পেলেন সলমন। মুম্বই ট্রাফিক পুলিশের কাছে পৌঁছেছে এই বার্তা। শুধু তাই নয়, সলমনের কাছে দাবি করা হয়েছে ৫ কোটি টাকা। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে সলমন খান যদি লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে সমস্ত শত্রুতা শেষ করতে চান এবং নিজে প্রাণে বাঁচতে চান তাহলে তাঁর বিনিময়ে দিতে হবে ৫ কোটি অর্থ। এই ঘটনার পর তড়িঘড়ি তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।