Monday, March 27, 2023
Homeসিনে দুনিয়াবারাণসীতে একান্তে টলিপাড়ার জনপ্রিয় জুটি সোহিনী - রণজয়

বারাণসীতে একান্তে টলিপাড়ার জনপ্রিয় জুটি সোহিনী – রণজয়

টলিপাড়ার জনপ্রিয় জুটি অভিনেত্রী সোহিনী সরকার অভিনেতা রণজয়।ভ্রমণপিপাসু এই তারকা জুটি সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে।

কথায় বলে বারাণসী না গেলে আসলে ভারতবর্ষকে চেনা যায় না। আর সেখানেই বিশেষ সময় কাটাটে পৌঁছালেন তাঁরা।

অন্যদিকে ‘সত্যবতী’ আবার খানিক ভাবুক পোজে। গঙ্গার ঘাটে সাদা কালো চেক হারেম প্যান্টের সঙ্গে গাঢ় সবুজ রঙা হুডিতে ধরা পড়েছে তাঁর নো-মেকআপ লুক।

পুরাণে আছে এই শহরটির প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং মহাদেব। তাই কলকাতার একঘেয়ে জীবন থেকে একটু প্রাণখোলা নিঃশ্বাস নিতে বারাণসীতে সোহিনী- রণজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments