More
    Homeখবরবারাসাত ও মধ্যমগ্রাম জুড়ে ছাই বৃষ্টি!

    বারাসাত ও মধ্যমগ্রাম জুড়ে ছাই বৃষ্টি!

    বারাসাত ও মধ্যমগ্রাম জুড়ে আচমকা ছাই বৃষ্টি। আতঙ্কে সাধারণ মানুষ। শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে। বাজার হাটে যারা খোলা আকাশে জিনিসপত্র বেচেন তারাও আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির ছাদ গুলি ছাইতে ঢেকে যায়। কি কারনে এই ছাই বৃষ্টি তা যদিও প্রশাসনিক তরফে কিছু পরিষ্কার করে জানানো হয়নি এখনো পর্যন্ত। তবে এই কালো ছাই গৃহস্থের বাড়ি উঠুন, ছাদ ভর্তি হয়ে যাওয়াতে অসুস্থতা বোধ করেন অনেকেই। কেউ কেউ জ্যোতিষ শাস্ত্র মেনে বাড়ি উঠোনে গঙ্গাজল ও গোবর ছাটাতেও থাকেন। তবে হটাৎ করে আকাশে এই ছাই ওড়াকে কেন্দ্র করে কুসংস্কারের গুজব ছড়ায় মুহূর্তের মধ্যে। সাধারণ মানুষের দাবি এর ফলে বাড়ির বহু জিনিস খাবারদাবার নষ্ট হয়েছে। বিষাক্ত ছাই হলে রোগবহনেরও আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। করোনা কালে ২০২০ সালে এমন ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক আজও মানুষকে পিছু তাড়া করে বেড়াচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments