অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ঐতিহাসিক লালকেল্লা। মঙ্গল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, বার্ড ফ্লু যেভাবে ঝড়ের গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তাতে রাশ টানতে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঐতিহাসিক এই সৌধ।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা শাসক এবং বিপর্যয় মহাবিলা বাহিনীর থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সৌধ লালকেল্লা আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থানীয় এবং বাইরের পর্যটকদের জন্য এক্কেবারে বন্ধ থাকবে। কারণ, দিল্লির যে এলাকায় লালকেল্লার অবস্থান, সেই এলাকায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রয়েছে। এলাকাটি ইনফেক্টেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে।