More
    Homeখেলাবাসচালকও জানেন বিরাটের দুর্বলতা!তাঁর বুদ্ধিতেই বিরাট কোহলি আউট!

    বাসচালকও জানেন বিরাটের দুর্বলতা!তাঁর বুদ্ধিতেই বিরাট কোহলি আউট!

    বাসচালকও জানেন বিরাটের দুর্বলতা!তাঁর বুদ্ধিতেই বিরাট কোহলি আউট! বিরাটকে আউট করার পেছনের চমকপ্রদ এক গল্প শুনিয়েছেন বোলার হিমাংশু। ১২ বছর পর রঞ্জি খেলতে নেমে ১৫ বল খেলে মাত্র ৬ রান করেই আউট হন কোহলি। কোহলির উইকেট ছিটকে দেন রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ান। এক সাক্ষাৎকারে হিমাংশু বলেন, ‘আমরা যে বাসে মাঠে এসেছি সেই বাসের চালক পর্যন্ত আমাকে বলেছিলেন, বিরাট কোহলিকে আউট করতে তোমার চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করা উচিত, তাহলেই ও আউট হয়ে যাবে। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। শুধু নিজের শক্তির দিকেই নজর রাখছিলাম, অন্যের দুর্বলতা নিয়ে মাথা ঘামাইনি।’ যদিও বিরাটকেই আদর্শ মনে করেন হিমাংশু। ম্যাচের শেষে দেখাও করেন। হিমাংশু বলেন, ‘বিরাট আমার সঙ্গে হাত মিলিয়ে বলে, খুব ভালো বল করেছো। যে বলে আমি ওকে আউট করি, সেটাতে সইও করে দেয়।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments