বিগত কয়েকদিন ধরেই বলিঅভিনেতা গোবিন্দর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে ছয়লাপ সমাজমাধ্যম। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যজীবনে নাকি ইতি টানতে চলেছেন গোবিন্দ এবং স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি সুনীতার কিছু মন্তব্যের জেরেই শুরু হয়েছে এমন গুঞ্জন। এমনও শোনা যাচ্ছে, এই বয়সে এসে পরকীয়ায় জড়িয়েছেন বলিতারকা। সত্যিই কি ভাঙনের মুখে ‘সুখী দাম্পত্য’? বিতর্কের মাঝেই মুখ খুললেন গোবিন্দা। কী বলছেন তিনি?
সম্প্রতি এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে গোবিন্দ স্পষ্ট বলেন, “কেবল ব্যবসা সংক্রান্তই আলোচনা চলছে। আমি এই মুহূর্তে আমার নতুন ছবির প্রস্তুতিতে আছি।” অভিনেতা এই বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত না দিলেও, তাঁর ম্যানেজার শশী সিনহা বলেন, “পরিবারের কিছু সদস্যের বিবৃতির কারণে ওই দম্পতির মধ্যে সমস্যা দেখা গিয়েছে বটে। কিন্তু এর থেকে বেশি কিছু নয়। গোবিন্দ ওঁর নতুন ছবিটি নিয়ে ব্যস্ত। আর সেই কারণেই আমাদের অফিসে নিত্যদিন শিল্পীরা আসা-যাওয়া করছেন। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।”
ম্যানেজার শশী সিনহার মতে, এমনটা ঘটেছে সুনীতার কিছু মন্তব্যের কারণেই। তাঁর কথায়, “সুনীতাজি তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে যে মন্তব্যগুলো করেছেন, এগুলো হল তারই ফল। অনেক কিছু অতিরিক্ত বলে ফেলেছেন তিনি।”
এই একই সুর গোবিন্দার বোনপো বিজয় আনন্দের কণ্ঠেও। তিনি বলেন, “তাঁরা যথেষ্ট প্রাপ্তবয়স্ক। তাঁদের পূর্ণ অধিকার রয়েছে, নিজেরা যেটা ভাল মনে করেন, সেটাই সিদ্ধান্ত নেওয়ার। যদিও আমার মনে হয় না, এমন কিছু ঘটতে পারে দু’জনের মধ্যে।”