‘বিচার না পেলে ভাইফোঁটা নেব না…’, সত্যিই তিনি যেন কেবল পর্দার নয়, বাস্তবেরও হিরো। প্রায় তিন মাসের মাথাতেও তিলোত্তমার বিচার অধরা। আর এই বিষয়টাই যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে অভিনেতা কিঞ্জল নন্দকে। ভাইফোঁটার দিনে যেখানে সকলেই উদযাপনে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে অভিনেতা লিখলেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেবো না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’