বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী-সহ একগুচ্ছ অভিনেতা। বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিজেপির সদ্যনির্মিত মিডিয়া সেন্টারে বিজেপিতে যোগ দেন তাঁরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। বিজেপিতে যোগ দিয়ে যশ বলেন, ‘আমি যুবাদের কথা ভাবি। আর ব্যবস্থার বাইরে থেকে ব্যবস্থাকে বদলানো সম্ভব নয়।’
এদিন বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্য, সৌমিলি বিশ্বাস। কয়েকদিন আগে পিতৃবিয়োগ হয়েছে সৌমিলির। সেই শোক কাটিয়ে এদিন বিজেপির মঞ্চে হাজির হন তিনি।
যশের বিজেপিতে যোগদান নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। জল্পনা রাজনৈতিক রং পায় যশের সঙ্গে তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহাঁর ঘনিষ্ঠতার খবরে। দুজনে একসঙ্গে সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেন। তার পর থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়।
এদিন বিজেপিতে যোগদান করে যশ বলেন, ‘আমি অভিনেতা হিসাবে একটা মুখ হয়ে থাকতে চাই না। আমি এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারবো বলে মনে হয়। দোষারোপ করে সমস্যার সমাধান হবে না। মানুষের জন্য কাজ করতে হবে।’