বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস। ৯৮ সালে বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর কোনও রাজনৈতিক দলের এতো বড় ভাঙন আগে ঘটেনি। শনিবার দুপুরে শুভেন্দু অধিকারীকে বিজেপির মঞ্চে বরণ করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। অমিত শাহর পাশে গিয়ে বসলেন তিনি। সবার আগে বক্তৃতা দিতে শুরু করলেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায়। মুকুল রায়: শুভেন্দুকে স্বাগত জানাচ্ছি। ও আমার দীর্ঘদিনের সহকর্মী। মুকুল রায়: মমতা বন্দ্যোপাধ্যায় যত লাফালাফি করুন, আজ বলে রাখছি তৃণমূল তিন অঙ্ক পার করবে না। মুকুল রায়: লিখে রাখুন, এই সরকার খুব শিগগির শুভেন্দুর বিরুদ্ধে দাঁত নখ বের করবে। মুকুল রায়: মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর মমতার বিরুদ্ধে আমাদের আন্দোলন নতুন মাত্রা পেল।
আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন ৯ জন বিধায়ক, তৃণমূলের ১ জন সাংসদ, ১ জন প্রাক্তন সাংসদ সহ মোট ৪৩ জন নেতা। দিলীপ ঘোষ: বিজেপি আজ মজবুত। ভেঙে পড়বে না। অন্য দল ভেঙে যাচ্ছে। দিলীপ ঘোষ: বাংলার স্বাভিমান, উন্নয়নের জন্য আমরা লড়াই করছি। এই লড়াই সফল হবেই।