More
    Homeপশ্চিমবঙ্গবিজেপির লালবাড়ি অভিযানে গ্রেফতার অগ্নিমিত্রা পল ও সায়ন্তন বসু সহ বহু নেতা-কর্মী,...

    বিজেপির লালবাড়ি অভিযানে গ্রেফতার অগ্নিমিত্রা পল ও সায়ন্তন বসু সহ বহু নেতা-কর্মী, হাসপাতালে ২

    লকাতা পৌরনিগম ঘেরাওয়ের ডাক দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপির যুব মোর্চা। ভুয়াে টিকা কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা প্রথম থেকেই ছিল। তাই কলকাতা পৌরনিগমের চারপাশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলেছিল কলকাতা পুলিশ। সুবোধ মল্লিক স্ক্যোয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নেয় পুলিশ। পরে অবশ্য বিজেপি রুট বদল করে সেন্ট্রালে পৌঁছে যায়। এরপরই ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে দুই পক্ষের। রণে ভঙ্গ দিতে একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতারও করে পুলিশ। গ্রেফতার করা হয় সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পলকেও।

    আজ সোমবার ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে বিজেপির মিছিল শুরু হওয়ার কথা ছিল কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। মিছিলের গন্তব্যস্থল ছিল কলকাতা পুরসভা। তবে শুরুতেই মিছিলের রুট বদলে ফেলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। হিন্দ সিনেমা হল হয়ে গনেশচন্দ্র অ্যাভিনিউ ধরে ধর্মতলার দিকে এগোতে শুরু করে সেই মিছিল। মিছিলের এই অংশের নেতৃত্ব দিচ্ছিলেন জয়প্রকাশ মজুমদার ও রাহুল সিনহা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে মিছিল পৌঁছাতেই পুলিশ মিছিলের পথ আটকায়। শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি। মিছিল আটকাতে এরপরই একাধিক বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারে উদ্দেশ্যে রওনা হন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে গ্রেফতার করা হয় বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ অগ্নিমিত্রা পাল ও সায়ন্তন বসুকেও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments