কৌশিক সালুই, বীরভূম: বিজেপি কর্মীর খড়ের পালুইয়ে আগুন লাগানোর অভিযোগের উঠল তৃণমূলের দিকে। ঘটনায় তিব্র উত্তেজনা বীরভূমের সিউড়ি ১ ব্লকের রনপুর গ্রামে।
বিজেপির দাবি, রনপুর এলাকার বিজেপির সহসভাপতি নিমাই দলুইয়ের প্রায় ৮ বিঘা জমির ধান তুলে মাঠে রাখা ছিল। গতকাল রাতে সেই ধানে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় বিপাকে পড়েছে ওই পরিবার। নিমাই দলুইয়ের দাবি, তিনি টলি চালান। এলাকায় তাঁর কোন শত্রু নেই। কেবল মাত্র তিনি বিজেপি করেন সেই কারণে তাঁর ধানের পালুইয়ে আগুন লাগানো হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে সিউড়ি থানায় অভিযোগ করেন তাঁরা। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই নলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের