Sunday, September 24, 2023
Homeরাজনৈতিকবিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গঙ্গাকে দূষণমুক্ত করবে, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে গঙ্গাসাগর:...

বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গঙ্গাকে দূষণমুক্ত করবে, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হবে গঙ্গাসাগর: শাহ

বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে তাঁর দক্ষিণ ২৪ পরগনা সফর শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গঙ্গাসাগর পুজো দেন তিনি। এর পর বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গঙ্গাকে দূষণমুক্ত করবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করবেন তাঁরা।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে বেলা ১টা নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন শাহ। প্রথমে সৈকত দর্শন করেন তিনি। এর পর যান কপিল মুনির মন্দিরে। সেখানে ভারতীয় দর্শনের আদি মুনির অর্চনা করেন তিনি। এর পর মন্দিকের পুরোহিতরা শাহের হাতে একটি লাল বস্ত্র তুলে দেন।

পুজো সেরে বেরিয়ে শাহ বলেন, ‘কথায় বলে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নমামি গঙ্গা প্রকল্পের অধীনে গোমুখ থেকে গঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেই প্রকল্প থমকে যায়। বিজেপি ক্ষমতায় এসে সেই প্রকল্প রূপায়ণ করবে।’

সঙ্গে তিনি জানান, ‘হাজার হাজার বছর ধরে গঙ্গাসাগরে মরকসংক্রান্তির মেলা বসে। কিন্তু এখানকার চেহারা দেখে কষ্ট হয়। বিজেপি ক্ষমতায় এলে এই মেলাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবে। গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্র হবে গঙ্গাসাগর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments