More
    Homeবিনোদনবিজ্ঞাপনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন!

    বিজ্ঞাপনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন!

    বিজ্ঞাপনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন! ‘অভিযোগকারী’ অশনীর গ্রোভারের মুখোমুখি হতেই একহাত নিলেন সলমন খান। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘বিগ বস ১৮’-এর ‘উইকেন্ড কা বার’-এর মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে সলমন এবং অশনীর। চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট সলমনের। একটির পর একটি প্রসঙ্গকে ঘিরে তুলোধোনা করে চলেছেন অশনীরকে। কিন্তু এর নেপথ্যে কারণ কী? আসলে এর আগে ২০১৯-এ একটি স্বনামধন্য জাতীয় সংস্থার কর্ণধার অশনীর দাবি করেছিলেন, সলমন খান নাকি বিজ্ঞাপন পিছু ৭.৫ কোটি টাকা নেন! বহু বছর পর সেই কথা তুলে ভারী গলায় সলমনের বক্তব্য, “আমাকে নিয়ে অনেক কথা বলেছেন আপনি। আপনি আমাকে বিজ্ঞাপনের জন্য নিয়েছিলেন, জানিয়েছিলেন। এমনকি আমার পারিশ্রমিকের অঙ্কও বদলে দিয়েছিলেন! কেন এক মুখে দুই কথা বলেছিলেন?” উত্তরে অশনীর জানান পডকাস্টে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। বিজ্ঞাপনের জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন সলমন! ‘অভিযোগকারী’ অশনীর গ্রোভারের মুখোমুখি হতেই একহাত নিলেন সলমন খান। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘বিগ বস ১৮’-এর ‘উইকেন্ড কা বার’-এর মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে সলমন এবং অশনীর। চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট সলমনের। একটির পর একটি প্রসঙ্গকে ঘিরে তুলোধোনা করে চলেছেন অশনীরকে। কিন্তু এর নেপথ্যে কারণ কী? আসলে এর আগে ২০১৯-এ একটি স্বনামধন্য জাতীয় সংস্থার কর্ণধার অশনীর দাবি করেছিলেন, সলমন খান নাকি বিজ্ঞাপন পিছু ৭.৫ কোটি টাকা নেন! বহু বছর পর সেই কথা তুলে ভারী গলায় সলমনের বক্তব্য, “আমাকে নিয়ে অনেক কথা বলেছেন আপনি। আপনি আমাকে বিজ্ঞাপনের জন্য নিয়েছিলেন, জানিয়েছিলেন। এমনকি আমার পারিশ্রমিকের অঙ্কও বদলে দিয়েছিলেন! কেন এক মুখে দুই কথা বলেছিলেন?” উত্তরে অশনীর জানান পডকাস্টে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments