Tuesday, May 30, 2023
HomeUncategorizedবিজ্ঞাপনে রূপান্তরিত হওয়ার কথা প্রচার করছে জনপ্রিয় কফি সংস্থা! বয়কট করার ডাক...

বিজ্ঞাপনে রূপান্তরিত হওয়ার কথা প্রচার করছে জনপ্রিয় কফি সংস্থা! বয়কট করার ডাক একাংশের 

 

এই বিজ্ঞাপনের বিষয়বস্তু হলো লিঙ্গ পরিবর্তন এবং তা নিয়ে পরিবারের প্রতিক্রিয়া। আর তার জন্যই নেটিজেন্দের একাংশের রোষানাল এর মুখে স্টারবাকস কফি কম্পানি। তাদের অভিযোগ বিজ্ঞাপনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের মতন বিষয় প্রচার করা হচ্ছে।

 

বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ বৈধতা সম্পর্কে মামলা চলছে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় স্টারবাকস ইন্ডিয়ান পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এই ভিডিওতে দেখানো হয় মা-বাবা তাদের ছেলের জন্য অপেক্ষা করছে। কিন্তু তার বদলে দরজা দিয়ে এক প্রবেশ করে এক তরুণী। তিনি তাদেরই সন্তান লিঙ্গ পরিবর্তন করে এখন মেয়ে হয়েছেন।

 

ছেলে অর্পিত থেকে অর্পিতা হওয়ার জন্য তার বাবা প্রথমে মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরে কফির কাপে অর্পিতা নামটি লিখিয়ে তার সন্তানকে মেনে নেন। এই ভাবেই হয় হ্যাপি এন্ডিং বিজ্ঞাপনটির। কফির এই বিজ্ঞাপনে অনেকেই পছন্দ করেছেন আবার অনেকেই বলেছেন এইভাবে সামনে আনার কোন দরকার ছিল না। তাদের কথায় লিঙ্গ পরিবর্তন মতন এরম অস্বাভাবিক বিষয় তুলে ধরা কোন মানে হয় না। অবিলম্বেই বিজ্ঞাপনটি বন্ধ করার দাবি জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments