Tuesday, May 30, 2023
HomeUncategorizedবিতর্কই সবচেয়ে বড় প্রমোশন! কেরালা স্টোরি পৌঁছে গেল ২০০ কোটির ক্লাবে

বিতর্কই সবচেয়ে বড় প্রমোশন! কেরালা স্টোরি পৌঁছে গেল ২০০ কোটির ক্লাবে

বিতর্ককে সাথী করেই দা কেরালা স্টোরি পৌছে গেল ২০০ কোটির গণ্ডিতে। মাত্র 18 দিনেই এই ছক্কা এই বইটি। এই দৌড়ে রণবীর কাপুর সালমান খান কি পিছনে ফেলে আদাহ শর্মার ছবি রমরোমিয়ে ব্যবসা করে নিয়েছে। সিনে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানান সোমবার দিনকেই দা কেরালা স্টোরি ছবিটি ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।

২০২৩ সালে শাহরুখ খানের পাঠানের পর এই প্রথম কোন ছবি ২০০ কোটির গণ্ডি পেরিয়েছে। উল্লেখ্য আদাহ শর্মার দা কেরালা স্টোরি দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছে। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী রণবীর কাপুরের তু ঝুটি মেয়ে মক্কার ছবিটি ২২৩ কোটি আয় করেছে সেখানে দা কেরালা স্টোরি ছবিটি মাত্র১৭ দিনে গোটা বিশ্বে আয় করেছে ২৪০ কোটি।

৫ই মে মুক্তি পেয়েছে দা কেরালা স্টোরি ছবিটি প্রথম দিন থেকে বিতর্কে শিরোনামে ছিল। নানান লোকে নানান ধরনের কথা বলছিলেন অনেকে বলেছেন এই ছবিটি হল মুসলিম বিরোধী। সারা দেশ জুড়ে এই ছবিটি নিয়ে যখন বিতর্কের তুঙ্গে তখন এই ছবিটি ভালোই ব্যবসা করছে রমরমিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments