More
    Homeখবরবিধানসভায় পেশ করা হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল, বিলকে পূর্ণ সমর্থন শুভেন্দু-অগ্নিমিত্রার

    বিধানসভায় পেশ করা হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল, বিলকে পূর্ণ সমর্থন শুভেন্দু-অগ্নিমিত্রার

    পেশ হল ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। রাজ্য বিধানসভায় আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)। সোমবারই দেওয়া হয়েছিল প্রত্যেক বিধায়ককে এই বিলের খসড়। সেইমতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী-সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর জমা দেওয়া সংশোধনীগুলি নিয়ে আলোচনা হবে। আলোচনার শুরুতেই ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এ নিয়ে বক্তব্য রাখেন। ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)-এ নয়া গুরুত্বপূর্ণ সংযোজন, ধর্ষণের ফলে নির্যাতিতা যদি কোমায় চলে যান, সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে।

     

    আর এই বিধান আরও একবার মনে করিয়ে দিচ্ছে মুম্বইয়ের বুকে ঘটে যাওয়া অরুণা শানবাগের ঘটনা। যে নার্স নিজের হাসপাতালেই ধর্ষিতা হয়ে প্রায় ৪০ বছর কোমায় ছিলেন। কিন্তু ধর্ষকদের তা সত্ত্বেও মৃত্যুদণ্ড হয়নি। এছাড়া ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ফাঁসির সাজা বহাল থাকছে। গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা। মঙ্গলবার বিল নিয়ে বিধানসভায় আলোচনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “অপরাধ সংক্রান্ত আইন যৌথ তালিকায় থাকার সুবিধা নিয়েই নয়া বিল আনছে রাজ্য।” এনিয়ে শুভেন্দুর বক্তব্য, ”বিল সিলেক্ট কমিটি না পাঠিয়ে আমরা চাই এক্ষুনি শাস্তি। আইনে পরিণত করতে বলব।” তাঁর আরও বক্তব্য, ”পাকিস্তানের ডাক্তাররাও বিবৃতি দিচ্ছে, এটা লজ্জার।” তবে মনে করা হচ্ছে রাজ্য সরকারের এই বিল আইনে পরিণত হলে অরুণাদের মতো অনেকে ন্যায়বিচার পাবেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments