Monday, March 27, 2023
Homeকলকাতাবিধ্বংসী আগুন কলকাতায় পূর্ব রেলের সদর দফতরে, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

বিধ্বংসী আগুন কলকাতায় পূর্ব রেলের সদর দফতরে, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

বিধ্বংসী আগুন লাগল কলকাতায় পূর্ব রেলের সদর দফতর কয়লাঘাটায়। সোমবার সন্ধ্যা ৬.১০ মিনিট নাগাদ ভবনের ১৩ তলায় আগুন লাগে। ইতিমধ্যে সেখানে বিশাল যন্ত্রচালিত মই নিয়ে পৌঁছেছেন দমকলকর্মীরা। আগুন লাগায় স্ট্র্যান্ড রোডে যানচলাচল প্রভাবিত হয়েছে। ঘটনায় হতাহতের খবর নেই।

শেষ পাওয়া খবর অনুসারে, দমকলের ১০টি ইঞ্জিন সেখানে রয়েছে। ভবনের সর্বোচ্চ তলে ২টি কামরায় আগুন সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

প্রাথমিক সূত্রের খবর, পূর্ব রেলের চিফ টেলিকমিউনিকেশন অফিসারের দফতর ওই ভবনের ওই তলে। ভবনটিতে কাজ করেন কয়েক হাজার কর্মী। আগুন লাগার সময় যদিও তাঁদের অধিকাংশই বাড়ির পথ ধরেছিলেন। ওই ভবনে পূর্ব রেলের রিজার্ভেশন সার্ভার রয়ে গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে দূরপাল্লার টিকিট পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments