Wednesday, June 7, 2023
HomeUncategorizedবিনা হেলমেটে বাইক চড়ে কোন অপরাধ করিনি! পুলিশের নোটিশ পেয়ে দাবি অমিতাভের  

বিনা হেলমেটে বাইক চড়ে কোন অপরাধ করিনি! পুলিশের নোটিশ পেয়ে দাবি অমিতাভের  

 

 

বিনা হেলমেট এ বাইক চড়ে মুম্বাই পুলিশের নোটিশ পেলেন বিগ বি অমিতাভ বচ্চন। তবে এমন কাজ কেন করেছেন তা জানালেন নিজের ব্লগে। জানা যায় আসলে রবিবার মুম্বাইয়ের রাস্তায় ছবির শুটিং হচ্ছিল।

 

যার জন্য যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল বলেই জানান অভিনেতা। কিন্তু রবিবার এলাকা খালি থাকার কারণে শুটিংয়ের জন্য ওই দিনটি বাঁছা হয়। এবং পুলিশ অধিকর্তাদের সাহায্যে রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। অভিনেতা জানান তিনি যে বাইকে চেপে ছিলেন তা চলমান ছিল না আর সামনের মানুষটি সেটেরই

সদস্য ছিলেন।

 

শুটিংয়ের কারণেই বিষয়টি করা হয়েছিল মজা করেই ছবিটি পোস্ট করেন অভিনেতা। আর সেই পোস্ট দেখেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। অনেকেই চিন্তা জাহির করেন এবং কমেন্ট বক্সে কটাক্ষ করে থাকেন।

 

এবং সেই কারণে বিদ্রুপের জবাব হিসেবে নিজের ব্লগে শেষে বচ্চন লেখেন আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা ও ট্রলের জন্য ধন্যবাদ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments