‘বিনোদিনী’কে দেখে অভিভূত আশুতোষ গোয়ারিকর। শুধু একটা ফোন, আর তারপরেই ‘লগান’ ছবির পরিচালকের অফিসে রুক্মিণী মৈত্র! সাক্ষাৎ হল অভিনেত্রীর। কেমন ছিল এই অভিজ্ঞতা? অভিনেত্রী লিখলেন নিজেই। জানালেন বিনোদিনীকে পর্দায় দেখে রুক্মিণীকে ডেকে পাঠিয়েছিলেন খোদ আশুতোষ গোয়ারিকর। এদিন সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্র তাঁর এবং আশুতোষ গোয়ারিকরের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এই দিনটি আমার কাছে খুবই বিশেষ একটা দিন। আশুতোষ গোয়ারিকর নিজে ফোন করে আমায় ডেকেছিলেন তাঁর অফিসে। আমাদের বিনোদিনীর প্রথম কাট দেখার পর তিনি তাঁর মুম্বইয়ের অফিসে আমায় ডেকে পাঠান। সেই অফিস, সেই মানুষ এবং সেই নম্রতা। আমরা কথা বললাম, পারফরমেন্স নিয়ে নোট নিলাম। এবং অবশ্যই জীবন নিয়েও কথা হল কত।’