Wednesday, October 4, 2023
Homeপশ্চিমবঙ্গবিপদমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, দু-তিন দিনেই হাসপাতাল থেকে ছুটি

বিপদমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, দু-তিন দিনেই হাসপাতাল থেকে ছুটি

শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। এ বার বাড়ি ফেরার জন্য অস্থির প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ।

গত বুধবার তাঁকে ভরতি করা হয় উডল্যান্ডস হাসপাতালে । রবিবার হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবকিছু স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে গতকাল বুদ্ধদেববাবু চিকিত্‍সকদের অনুরোধ করেছেন, তিনি দ্রুত বাড়ি ফিরতে চান। ফোনে কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গেও।

ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছে আগেই। বর্তমানে বাই প্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, রাতে স্যুপ খেয়েছিলেন। গতকাল রাতে তিনি মোটের উপর ভালো ঘুমিয়েছেন।

শনিবার হাসপাতাল জানায়, তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কয়েক দিনেই মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

বর্তমানে বাইপ্যাপ ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাইস টিউবে তাঁকে তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। তবে বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলি এ দিন ইতিবাচক এসেছে। আগের থেকে আরও দ্রুতগতিতে চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন তিনি। সূত্রের খবর, এ ভাবে এগোলে আগামী সোমবার অথবা মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments