বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের জন্য বিপুল অর্থের ক্ষতির মুখে মিকা সিং! ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০ কোটি। বিষয়টা খোলসা করেই বলা যাক। বিয়ের ঠিক আগে ‘ডেঞ্জারস’ নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন করণ এবং বিপাশা। সেই ছবির প্রযোজক ছিলেন মিকা। ছবিটি যেমন বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তেমনই বিপুল টাকার ক্ষতি সামলাতে হয়েছিল মিকাকে। এখানেই শেষ নয়, বিপাশার জন্যেই নাকি কাজে একাধিকবার বাধা এসেছিল সেই সময়ে। প্রাথমিক ভাবে এই ছবির বাজেট ছিল ৪ কোটি টাকা। মিকার কথায়, ‘‘বিপাশা এই ছবিটার সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বাজেট বেড়ে হয় ১৫ কোটি। ৫০ জনের দল নিয়ে লন্ডনে শুটিং শুরু হলেও নানা ছুতোয় কাজে বাধা দিতে শুরু করেন বিপাশা। একাধিক দিন শুটিংয়ে দেরি করে আসেন। চিত্রনাট্যের প্রয়োজনে অতিরিক্ত দৃশ্যের শুটিং নিয়েও শুরু হয় সমস্যা। এমনকি, ডাবিংয়ের সময় নানা বাহানা করতে থাকেন। গলা খারাপ বলে একাধিক দিন বাতিল করেছেন। অনেক টাকা ক্ষতি হয়েছিল।” সেই প্রসঙ্গেই এ বার তারকাজুটিকে খোঁচা দিলেন সঙ্গীতশিল্পী। তিনি বলেন, “প্রযোজকদের সঙ্গেও ভাল ব্যবহার করতে হয়। সে বড় হোক বা ছোট প্রযোজক। তাঁরাও কিছু অর্থ বিনিয়োগ করছেন ছবিতে। তাঁরাও কিন্তু ভগবান। অনেকে ভাবেন কিছু তারকারা কাজ পাচ্ছেন না এখন শুধুমাত্র তাঁদের খারাপ ভাগ্যের জন্যে? না, কাউকে কষ্ট দিতে নেই। এই কারণেই করণ এবং বিপাশা, দু’জনেই বাড়িতে বসা আজ।”