১০৬ টেস্ট, ৫৩৭ উইকেট, ৩৫০৩ রান। ১১৬ ওডিআই, ১৫৬ উইকেট, ৭০৭ রান। ৬৫ টি২০, ৭২ উইকেট, ১৮৪ রান। বিপুল রত্নভান্ডার নিয়ে থামলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার ও অলরাউন্ডার। ব্রিসবেন টেস্টের পর সিদ্ধান্ত জানাতেই ড্রেসিংরুমে আবেগে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি। চোখে জল অশ্বিনের। অশ্বিনের অবসরেই শেষ হল ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়।