More
    Homeবিনোদনবিবাহবন্ধনে আবদ্ধ বিশাল আদিত্য সিং এবং শ্বেতা তিওয়ারি?

    বিবাহবন্ধনে আবদ্ধ বিশাল আদিত্য সিং এবং শ্বেতা তিওয়ারি?

    বিবাহবন্ধনে আবদ্ধ বিশাল আদিত্য সিং এবং শ্বেতা তিওয়ারি? সম্প্রতি ভাইরাল একটি ছবিকে ঘিরে এমনই প্রশ্ন উঠছে নেটপাড়ায়। যদিও এরমধ্যে অনেকেই আছেন যাঁরা মনে করছেন ছবিটি আসলে পুরোটাই বিকৃত। সত্যিই কি তাই? বিতর্ক উঠছেই মুখ খুললেন খোদ বিশালই। একটি সাক্ষাৎকারে তিনি জানান পুরো বিষয়টাই তাঁর কাছে খুবই মজাদার মনে হয়েছে। তিনি বলেন, “সবকিছু দেখার পর আমি কেবল হেসেছি। শ্বেতার সঙ্গে আমার সম্পর্ক ভাষায় প্রকাশ করার দরকারই নেই। মানুষের যেটা মনে করার, সেটাই করুক।

     

    ও জানে আমাদের সম্পর্কের সত্যিটা কী। অন্যরা কী বলছেন, তাতে আমাদের কী!” তিনি আরও জানান তিনি মজা করে অভিনেত্রীকে ‘মা’ সম্মোধন করে ডাকেন। বিশাল বলেন, “আমাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব আছে। তাই এই সমস্ত জল্পনা, গুঞ্জন আমাকে বিরক্ত করে না। আমার কেবল হাসি পায় এই সব দেখে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments