এক দিকে বিবাহবন্ধনে আবব্ধ গায়ক তথা অভিনেতা। অন্য দিকে কন্যার সঙ্গে অবসরযাপন প্রাক্তন স্ত্রীর। যৌথ ভাবে সম্পর্কে ইতি টেনেছিলেন তাহসান রহমান ও রাফিয়ত রাশিদ মিথিলা। কথা হচ্ছে তাঁদেরকে নিয়েই। মিথিলার সঙ্গে ১১ বছর সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেতা। জীবন থেমে থাকেনি মিথিলারও। বিচ্ছেদের ঠিক দু’বছর পরে ২০১৯-এ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। এ বার নতুন অধ্যায় শুরু করলেন তাহসানও। গত শনিবারই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। পাত্রী জনপ্রিয় রূপটান শিল্পী। নেটিজেনদের প্রশ্ন, কী করছেন মিথিলা? নিজেই খোলসা করলেন তিনি। মেয়ে আয়রার সঙ্গে একটি নিজস্বি পোস্ট করলেন সমাজমাধ্যমে। উল্লেখ্য, ২০১৬-র পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা-তাহসান। ফের ২০২৪-এর জুন মাসে ‘বাজি’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাঁদের।