More
    Homeখবরবিবাহবিচ্ছিন্না, একা থাকি মানেই হেনস্থা করার ছাড়পত্র দেওয়া হয়েছে?' সমালোচকদের দিকে প্রশ্ন...

    বিবাহবিচ্ছিন্না, একা থাকি মানেই হেনস্থা করার ছাড়পত্র দেওয়া হয়েছে?’ সমালোচকদের দিকে প্রশ্ন তুললেন মধুমিতা সরকার

    ‘বিবাহবিচ্ছিন্না, একা থাকি মানেই হেনস্থা করার ছাড়পত্র দেওয়া হয়েছে?’ সমালোচকদের দিকে প্রশ্ন তুললেন মধুমিতা সরকার। কোন ভাষায় কথা বলা হবে থেকে কোন পোশাক পরনে থাকবে, সব নিয়েই খাপ পঞ্চায়েত বসে তারকাদের ঘিরে। এবার সেই বিষয়টিকে ঘিরেই বিস্ফোরক হলেন মধুমিতা। শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। জানান, ঠিক কোন কাজটা করা উচিত, তা তিনি বুঝে উঠে পারছেন না। যা-ই করছেন, তাতে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। মধুমিতা কিছুটা ব্যঙ্গাত্মক ভাষাতেই বলেন, ‘আমি এখন ইংরেজিতে কথা বলছি। এই দেখে লোকে বলবে, ‘দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়?’ আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন, তাঁরা কিছু নাকি বুঝতেই পারছেন না। শাড়ি পরে ছবি দিলে বলবে, ‘সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে! সামান্য পুজো করলেও বলা হবে নাটক করছি।’ শেষ পর্যন্ত বিবাহবিচ্ছিন্না এবং একাকী নারীদের অবস্থানের দিকেও আঙুল তুলে অভিনেত্রী বলেন, ‘কাল যদি আমাকে কেউ হেনস্থা করে, তা হলে লোকে বলবে, ‘আরে ও তো বিবাহবিচ্ছিন্না! ও একা থাকে। তাই এমনটা ঘটেছে।’ বিবাহবিচ্ছিন্না আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments