More
    Homeবিনোদনবিয়ের পর প্রথমবার শহরের বাইরে পরম-পিয়া, এবার কি তবে মধুচন্দ্রিমায় গেলেন এই...

    বিয়ের পর প্রথমবার শহরের বাইরে পরম-পিয়া, এবার কি তবে মধুচন্দ্রিমায় গেলেন এই যুগল?

    গত ২৭ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনোসমাজকর্মী পিয়া চক্রবর্তী। বিয়ের পর থেকেই দম্পতির মধুচন্দ্রিমা নিয়ে গুঞ্জন চারদিকে।বিয়ের পরদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়ার কিডনিতে পাথরের সমস্যার কারণে। অস্ত্রোপচারের পর সেরে উঠতে কয়েকদিন সময় লাগে তার। এই কারণে অনেকেই ধারণা করেছিলেন যে, নবদম্পতি তাদের মধুচন্দ্রিমা পিছিয়ে দেবেন।

    তবে গত সোমবার পিয়ার ফেসবুক পোস্টে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি ডাবলিনের একটি ক্রিসমাস ট্রি ছবি পোস্ট করে লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মরসুম।”এই ছবি দেখে অনেকেই ধারণা করেন যে, পরমব্রত-পিয়া মধুচন্দ্রিমায় ইউরোপের কোনও দেশে গিয়েছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

    তবে সূত্রের খবর, খুব তাড়াতাড়ি পরমব্রত পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন। কারণ, আগামী ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তাঁকেই দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিয়াও।এছাড়াও, আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজন করেছেন পরমব্রত। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পিয়াও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments