বিয়ের পিঁড়িতে বসছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগয়ের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন তিনি। ইতিমধ্যেই জোরকদমে শুরু বিয়ের তোড়জোড়। অনুরাগ নিজেই প্রকাশ্যে এনেছেন মেয়ের গায়ে হলুদের ছবি। আলিয়ার পরনে হলুদ লেহঙ্গা এবং অন্য দিকে হলুদ রঙের পাঞ্জাবিতে নজরকাড়া বর শেনও। গত বছর বাগ্দান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। এবার বিয়ের পালা। আগামী ১১ ডিসেম্বর বসছে তারকা-কন্যার জমকালো বিয়ের আসর।