More
    Homeবিনোদনবিয়ের পিঁড়িতে শ্রেয়া ঘোষাল! ছাদনাতলায় জনপ্রিয় গায়িকার ছবি

    বিয়ের পিঁড়িতে শ্রেয়া ঘোষাল! ছাদনাতলায় জনপ্রিয় গায়িকার ছবি

    বিয়ের পিঁড়িতে শ্রেয়া ঘোষাল! ছাদনাতলায় জনপ্রিয় গায়িকার ছবি। সম্প্রতি নিজের বিয়ের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন গায়িকা নিজেই। ১০ বছর আগের ছবি পোস্ট করে স্মৃতিচারণ গায়িকার। স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের মুহূর্ত ভাগ করেছেন তিনি। অদেখা বেশ কিছু বিয়ের ছবি প্রকাশ্যে আনতেই আবেগে ভেসেছেন অনুরাগীরা।

     

    বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন শ্রেয়া। স্মৃতিতে ভেসে আবেগঘন মুহূর্তগুলি শেয়ার করে গায়িকা লিখেছেন , ‘আমাদের ১০ বছরের বিবাহবার্ষিকী। কিন্তু দিনগুলো এমন করে মনে পড়ে, যেন গতকালেরই ঘটনা।’ নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি লিখলেন, ‘আমাদের জীবনে আমরা একে অপরকে পেয়ে ধন্য। আমরা জীবনে যত এগিয়েছি, ততই একে অপরের প্রেমে আরও পড়েছি।’

     

    অন্যদিকে ছেলে দেবযানকে নিয়ে গায়িকা লেখেন, ‘ঈশ্বর আমাদের আশীর্বাদ স্বরূপ দেবযানকে পাঠিয়েছেন। জীবনে যা পেয়েছি, তাতে আমরা ধন্য।’

     

    ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি স্বামী শিলাদিত্যের সঙ্গে চার হাত এক হয়েছে শ্রেয়ার। অন্যদিকে ২০২১ সালের ২২ মে তাঁদের মাঝে আসে তাদের প্রথম সন্তান দেবযান। তবে সবশেষে সকলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি গায়িকা। অন্যদিকে এদিনের এই পোস্ট দেখে স্পষ্টতই বলা যায়, নিজের দাম্পত্য জীবনে বেশ সুখী শ্রেয়া।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments