বিয়ের ১৩ বছর পর আরও একবার আংটিবদল! নিজের তিন সন্তান এবং পরিবারকে সঙ্গে নিয়ে মালদ্বীপের বিচে বিয়ের অনুষ্ঠান পালন করলেন সানি। অভিনেত্রী থেকে একেবারেই যেন চোখ ফেরানো যাচ্ছিল না এই দিন। বিয়ের গাউনে স্বামীর সঙ্গে কাটানো আদুরে মুহূর্ত তাঁর সমাজমাধ্যমেও ভাগ করে নিতে দেখা যায় তাকে। চোখে চোখ রেখে আবারও আংটিবদল সারলেন অভিনেত্রী। এই দিন সকলের পরনে ছিল সাদা রঙের পোশাক। কেক কেটে একে অপরের সঙ্গে বিশেষ দিন উদযাপন করলেন সানি-ড্যানিয়েল।