বেশ কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে তোলপাড় গোবিন্দ এবং স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে। বিয়ের ৩০ বছর পর নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা? সত্যিই কি তাই? এ বার কি সেই খবরেই সিলমোহর দিলেন গোবিন্দ-পত্নী? বিতর্কের মাঝেই মুখ খুললেন সুনীতা। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ঝলক-বার্তা। তাতেই স্পষ্ট হল সবটা।
সদ্যই, বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছিল তারকা দম্পতির আলাদা বসবাস নিয়ে। গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা ঠিক তাঁর উল্টো দিকের একটি বাড়িতে। তাহলে কি সত্যিই ভাল নেই তারকাদম্পতি? সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়োতেই দু’জনের ছাদ আলাদা হওয়ার কারণ দর্শিয়েছেন সুনীতা।
তিনি বলেন, ‘মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্টস পরে থাকি। এ দিকে ওঁ (গোবিন্দ) রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে, কর্মকর্তারা বাড়িতেই আসেন। বাধ্য হয়ে তাই আমরা ওঁর অফিসে থাকি। পুরোটাই নিজেদের আব্রু বজায় রাখতে।” সেই সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে তুড়ি মেরে সুনীতা বলেন, “আমাকে গোবিন্দর থেকে আলাদা করবে এত ক্ষমতা কারও নেই। কেউ এ রকম কিছু ভেবে থাকলে সামনে আসুন!”