More
    Homeখেলাবিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো তারকারা নেই

    বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো তারকারা নেই

    নতুন বছরে নতুন মিশন টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজাদের মতো তারকারা নেই। ফলে, কিছুটা হলেও চাহিদা কম টিকিটের। তবু সূর্যকুমার যাদবরা তৈরি জয় দিয়ে সিরিজ শুরু করতে। তাই ইডেনে প্রথম ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারাজ টিম ইন্ডিয়া। সূর্যকুমার বলেন, ‘এই দলটা তো অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা সিরিজ তো খেলল। আশা করছি কোনো সমস্যা হবে না।’ তবে দীর্ঘদিন পর ইডেনে ক্যাপ্টেন্সি করতে এসে বেশ নস্ট্যালজিক তিনি। বলেন, ‘কেকেআরে ২০১৪ সালে প্রথমবার যখন এসেছিলাম, সেই সময়ের কথা আমার এখনও মনে আছে। সেইসময় থেকে ১০-১১ বছর কেটে গিয়েছে। আমি কোনওদিনও ভাবতে পারিনি যে ভারতীয় দলকে আমি নেতৃত্ব দেব।এই মাঠে নেতৃত্ব দেওয়ার অনুভূতিটাই আলাদা।’ শামি থেকে রিঙ্কুর আলাদা করে প্রশংসাও করেন ভারত অধিনায়ক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments