বিরাট জল্পনাই উস্কে দিলেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। বিরুষ্কা জুটি পাকাপাকিভাবে চলে যাচ্ছেন লন্ডন! তাঁর দাবি এমনটাই। এক সর্বভারতীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজকুমার শর্মা। যাঁর কোহলিকে ‘বিরাট’ করে তোলার ভূমিকা অনস্বীকার্য। এখনও কোহলি তাঁরসঙ্গে সমানভাবে যোগাযোগও রাখেন। তাঁর মন্তব্যেই নেটিজেনরা নানা মন্তব্য করছেন। ইদানীং, বিরাট ভারতের থেকে বেশি সময় কাটান লন্ডনে। বলিউড তারকা অনুষ্কা শর্মাও লন্ডনেই থাকছেন বেশিরভাগ সময়। ছেলে অকায়ের জন্মের পর থেকে ভারতে বসবাস করছেন না প্রায় কোহলি দম্পতি। কাজের প্রয়োজনে আসেন। বিশেষত, বিরাট কোহলি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে লন্ডনে থাকছেন পাকাপাকি ভাবে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যেই জন্ম নেয় অনুষ্কা-বিরাটের দ্বিতীয় সন্তান অকায়। ফলে, জল্পনা বেড়েছেই লন্ডনে পাকাপাকিভাবে বিরাট-অনুষ্কার থেকে যাওয়া। রাজকুমার শর্মা বলেন, ‘বিরাট ওর স্ত্রী ও সন্তানকে নিয়ে লন্ডনে থেকে যাওয়ার পরিকল্পনা করছে। ও ভারত ছেড়ে তাড়াতাড়িই লন্ডনে চলে যাবে। কোহলি এখন ক্রিকেটের থেকেও বেশি সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বিরাট আরও পাঁচবছর ক্রিকেট খেলবে। বিরাট এখনও খুব ফিট।’