বিলাসবহুল কোনও গাড়ি নয়, ট্রেনে চড়ে বিয়েবাড়িতে হাজির নোরা ফতেহি! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর অনুরাগীরা। যাতায়াতের জন্য সাধারণত তারকাদের সঙ্গী বলতে কোটি কোটি টাকার মূল্যের দামি গাড়ি। কিন্তু এ বার গন্তব্যে পৌঁছতে নোরা বেছে নিলেন সাধারণের ট্রেনকেই। জানা গিয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। নোরার টিমের এক সদস্যের বিয়ে বলে কথা, সঙ্গীত থেকে শুরু করে গায়েহলুদ, সব অনুষ্ঠানেই হাজির হয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। অভিনেত্রীর এমন পদক্ষেপ বেশ প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়।