More
    Homeখবরবিশ্বচ্যাম্পিয়ন হয়েই এক্কেবারে বাঞ্জি জাম্পিং গুকেশের!

    বিশ্বচ্যাম্পিয়ন হয়েই এক্কেবারে বাঞ্জি জাম্পিং গুকেশের!

    বিশ্বচ্যাম্পিয়ন হয়েই এক্কেবারে বাঞ্জি জাম্পিং গুকেশের! মাত্র ১৮-তেই দাবায় বিশ্বসেরা হতে পারেন, তা বলে অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালবাসেন না, এমন নয় ডি.গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই ভেসেছেন খোলা হাওয়ায়। সম্প্রতি সমাজ মাধ্যমে এক ভিডিও দিয়েছেন গুকেশ, যেখানে দেখা যাচ্ছে বিশ্বজয়ের পর সিঙ্গাপুরে বাঞ্জি জাম্পিং করতে দেখা গেছে। ঐতিহাসিক জয়ের পর যেন রোমাঞ্চকর উদযাপন! জানা গেছে সিঙ্গাপুরের স্কাইপার্ক সেন্টোসায় ঘুরতে গিয়ে তিনি বাঞ্জি জাম্প করেন। আসলে, ট্রেনারকে বলেছিলেন আগেই, যদি জিততে পারি তাহলে বাঞ্জি জাম্পিং করেই শহর ছাড়ব। সেই কথাই রেখেছেন মনের আনন্দে। তবে গুকেশ অ্যাডভেঞ্চারে যে ভয়ও পেয়েছিলেন তাও স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু নতুন অভিজ্ঞতার জন্য প্রচণ্ড অত্যন্ত উৎসাহিত ছিলাম’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments