হারিয়েছেন চিনের ডিং লিরেনকে। তবে গুকেশের সঙ্গে সাম্প্রতিক তুলনা চলছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সোমবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন ডি. গুকেশ। রাজকীয় সংবর্ধনায় ভাসলেন তিনি।বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশই প্রথমবার ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন দাবায়। বিমানবন্দর থেকে গুকেশ বাড়ি ফেরেন বিশেষ গাড়িতে। তাতে লেখা ছিল এইট্টিন অ্যাট এইট্টিন! ১৮ বছরেই গুকেশ চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার জিতেছেন ভারতীয় মুদ্রায় ১১ কোটি ১৫ লক্ষ টাকা। তাতে সমাজমাধ্যম অবশ্য অন্য তুলনায় ব্যস্ত। কারণ, ভারতে ১৫ লক্ষ টাকার বেশি আয় করলে ৩০ শতাংশের বেশি ট্যাক্স দিতে হয়। যদি পাঁচ কোটি টাকার বেশি হয়, তাহলে সারচার্জ দিতে হয় ৩৭ শতাংশ পর্যন্ত। এরসঙ্গে আরও ট্যাক্স যোগ হয়। সবমিলিয়ে গুকেশকে পুরস্কারমূল্যের ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে বলে অনুমান। যা এবারের আইপিএলে ধোনির বেতনের চেয়েও বেশি! উল্লেখ্য, আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে চার কোটি টাকায় রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে গুকেশ এসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, এই জায়গায় পৌঁছতে পেরে খুব খুশি। আমার সাফল্য দেশের কাছে কত গুরুত্বপূর্ণ, তা ভেবেই আনন্দ হচ্ছে’।