দ্বিতীয় টেস্টে অল্পের জন্য অর্ধশতরান মিস করেছেন বিরাট কোহলি। আউট হন ৩৫ বলে ৪৭ করে। তাতে অবশ্য নতুন রেকর্ড গড়া আটকায়নি তাঁর। শচীন তেন্ডুলকরের আরেকটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলে তিনি। সেটাও শচীনের থেকে কম ইনিংস খেলে। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ৫৯৪ ইনিংসে তিনি ২৭ হাজার রান করলেন। শচীন তেন্ডুলকর এই রান করেছিলেন ৬২৩ ইনিংসে। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ৬৪৮তম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করেন তিনি। অন্যদিকে রিকি পন্টিংয়ের লেগেছিল ৬৫০টি ইনিংস।