Wednesday, June 7, 2023
HomeUncategorizedবিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই কে শারীরিক নির্যাতন করেন সালমান! বিস্ফোরক ঐশ্বর্য

বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই কে শারীরিক নির্যাতন করেন সালমান! বিস্ফোরক ঐশ্বর্য

 

 

সলমন খান ও ঐশ্বর্য রায় নাম দুটিই নব্বইয়ের দশকের খুবই চর্চিত নাম। তাদের প্রেম, বিচ্ছেদ, একে অপরের মুখ দর্শন না করা—সব মিলিয়ে প্রায় খবরের শিরোনামেই থাকতেন দুই তারকা। এই প্রেমটি শুরু হয় সঞ্জয় লীলা বান্সালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে।

 

কিন্তু কিছু সময় পর সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। মদে আসক্ত হয়ে ঐশ্বর্য রায়েকে হুমকি দেওয়া তার গায়ে হাত তোলার অভিযোগও উঠেছিল সেই সময়ে। সেই সময় অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন বিশ্বসুন্দরী। বলেন একবার নয় বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

 

যদি এক সাক্ষাৎকারের সালমান এই সমস্ত অভিযোগ কে মিথ্যে বলে দাবি করেন। এবং সালমান বলেন যে তার মনে হয় সে যদি প্রচন্ড রেগে গিয়ে কোন মহিলাকে আঘাত করেন তাহলে তার আর রক্ষে থাকবে না।

 

তবে এসব এখন অতীত মাঝে অনেকগুলি বছর কেটে গিয়েছে ঐশ্বর্যা এখন বচ্চন পরিবারের বউ। এদিকে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক তৈরি হলেও এখনও পর্যন্ত ঘর বাধা হয়নি তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments