Wednesday, October 4, 2023
Homeজাতীয়বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে, শারীরিক...

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে, শারীরিক অবস্থার অবনতি

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। যদিও শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর, হাসপাতালসূত্রে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে।সূত্র জানায়, শ্বাসকষ্ট নিয়ে RIMS-এ ভর্তি হয়েছেন লালু প্রসাদ যাদব। এই মুহুর্তে RIMS সুপার তথা চিকিৎসক আরজেডি প্রধানের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। খবর পেয়ে হাসপাতালে পৌছেছেন ঝাড়খন্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্ত।

পশু খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ান লালু প্রসাদ ২০১৭ সালের ২৩ জানুয়ারি জেলে যান। এক মাস আগেই ৩ বছরের কারাবাস শেষ করেছেন তিনি। গত দু’বছরেরও বেশি সময় ধরে এই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। ৬ সেপ্টেম্বর ২০১৮ সালে তাঁকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে এদিন হৃদরোগ বিভাগে ভর্তি করা হয় লালুকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments