বলিউড থেকে টলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় সম্পর্ক ভাঙার খবর। সম্প্রতি বলিউডে আবার বিচ্ছেদের গুঞ্জন। বি-টাউনের চর্চিত জুটি তমান্না ভাটিয়া এবং বিজয় বর্মা নাকি ইতি টেনেছেন তাঁদের সম্পর্কে। শুরুটা মসৃণ হলেও দীর্ঘমেয়াদী হল না তাঁদের সম্পর্ক। এমনই খবর পাওয়া যাচ্ছে। দু’বছরের মাথায় সম্পর্কে চিড় ধরেছে বলে খবর।
তারকা যুগলের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে তাঁদের বিচ্ছেদের খবর। এই জুটি বেশ মন জয় করেছিল অনুরাগীদের। পর্দা এবং পর্দার বাইরে বজায় ছিল তমান্না এবং বিজয়ের প্রেমের সম্পর্ক। প্রায়শই যুগলকে একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা যেত।
সূত্র মারফত খবর, বেশ কিছু সপ্তাহ আগেই সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি। কিন্তু বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি দু’জনেরই শ্রদ্ধা এবং সম্মান এক রকম রয়েছে। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন একে অপরের ভাল বন্ধু হয়ে থাকবেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নিজেদের কাজে মন দিয়েছেন তাঁরা। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির সেট থেকেই নাকি প্রেমের সূত্রপাত। ২০২৩-এ প্রথম একসঙ্গে ছবি করতে গিয়েই তমান্না এবং বিজয়ের আলাপ। ধীরে ধীরে সম্পর্কে জড়ান ছবির নায়ক-নায়িকা। বেশ অল্প সময়ের মধ্যেই অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন তাঁরা। তবে আবার মন ভাঙল অনুরাগীদের। বিচ্ছেদের পথে হাঁটলেন চর্চিত জুটি।