More
  HomeUncategorizedবীথির সঙ্গে চক্রান্ত করে মৌ-ডোডোর সম্পর্ক খারাপ করতে চাইছে চাঁদনী! নিজেদের সম্পর্ক...

  বীথির সঙ্গে চক্রান্ত করে মৌ-ডোডোর সম্পর্ক খারাপ করতে চাইছে চাঁদনী! নিজেদের সম্পর্ক কি বাঁচাতে পারবে তারা? 

   

  স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাইকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।

   

  একদিন ডোডো ও মৌ এর ঘরে এসিটা খারাপ হয়ে যায়। আবার ওদের ঘরের ফ্যানটাও তুলে নিয়ে যাওয়া হয় খারাপ হয়ে গিয়েছিল বলে। তার জন্য ডোডো মৌ ভালো করে থাকতে পর্যন্ত পারিনি সেই দিন ওই ঘরে। লোক ডাকা হয়েছিল লোকো ঠিক করতে পারেনি।মৌ এসেছে স্ট্যান্ড ফ্যান খারাপ হয়েছে বলে ইলেক্ট্রিকের দোকানে এসে সারাতে গিয়েছিল তাকে দোকানের মালিক কাজে রাখবে না বলছে। তার কারণ শ্বশুরমশাই এসে বলে গিয়েছে যে সে একদমই কাজ জানে না কিন্তু লোকটা বারবারই বলতে থাকে যে মৌয়ের শাশুড়ি।

   

  এবারের সেই দোকানের কর্মচারী এসেছে মৌদের বাড়ি এসে সেই বিথীকে বলছে কেন সেই রকম কাজটা করেছিল তার জন্য তার কাজ এবং মান দুটোই খোয়া গিয়েছে। বিথী কি করবে এখন কিছুতেই বুঝতে পারছে না আর ঠিক তখনই পেছনে এসে দাঁড়িয়েছে মৌ। মৌ তখন তার বিধি মাসিকে বলে তার কাছে সত্যিই কোন উত্তর নেই তাহলে কেন সেই কাজটি করেছে।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments