More
    Homeখবরবুধবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানি

    বুধবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানি

    কথায় আছে, আইন আছে, আইনের ফাঁকও আছে। আপাতত আইনী মারপ্যাঁচেই আনোয়ার আলি ভবিষ্যৎ ঝুলে রইল। বুধবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানি। সেখানেই শাস্তির সিদ্ধান্ত জানানোর কথা। কিন্তু তার আগেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেল দিল্লি হাই কোর্টে। যার জেরে দিল্লি হাই কোর্ট জানিয়ে দিয়েছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যে শুনানি চলছে, তাতে কোনও বাধা নেই। সেই শুনানি চলবে। তবে কোর্টে যে রিট পিটিশন আছে, সেটায় কী রায় দেওয়া হয়, তার ওপরে পিএসসির রিপোর্ট নির্ভর করবে। আগামী ৮ নভেম্বর দিল্লি হাইকোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ফলে, বুধবার এর পরিপ্রেক্ষিতে এআইএফএফের পিএসসি কী সিদ্ধান্ত নেয় তাই দেখার। কোর্টে রঞ্জিত বাজাজদের পক্ষে জানানো হয়, ফেডারেশনের যত লিগাল কমিটি তৈরি হয়েছে তা সভাপতি কল্যাণ চৌবে ও কার্যকরী কমিটির সদস্যদের না জানিয়ে পূর্বতন সেক্রেটারি সাজি প্রভাকরণ গঠন করেছিলেন। ফলে এই কমিটিগুলোর কোনও অস্তিত্ব থাকতে পারে না। পাল্টা জবাবে অবশ্য আইনজীবী জানান, কল্যাণ চৌবে এই কমিটির চেয়ারপার্সন ঠিক করার কেউ নন। ঠিক করে কার্যকরী কমিটি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments