বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি-সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা প্রীতীশ নন্দী। বন্ধুর প্রয়াণে শোকস্তব্ধ অনুপম খের। সমাজমাধ্যমে লেখেন, ‘প্রীতীশ একজন অসাধারণ কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন অত্যন্ত সাহসী সাংবাদিক ছিলেন। কর্মজীবনের শুরুর দিন গুলোতে ওঁ আমার সাহস ছিল। কী না শিখিনি! শেষের দিকে আমাদের খুব বেশি দেখা না হলেও একটা সময় ছিল, যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম।’