বৃষ্টিতে বাংলা-বিহার রঞ্জি ম্যাচের প্রথম দিন পণ্ড। তবে প্রথম দিন কল্যাণীতে সেলিব্রেশনে মাতলেন বঙ্গ ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের এটাই শততম ম্যাচ। ম্যাচের প্রথম দিন ভেস্তে গেলেও, অভিমন্যুকে সংবর্ধিত করল সিএবি। ৯৯টি ম্যাচে ৭৬৩৮ রান করেছেন এই বঙ্গ ক্রিকেটার। এরমধ্যে রয়েছে ২৭ সেঞ্চুরি আর ২৯ হাফসেঞ্চুরি। ধারাবাহিকতার অভাব নেই। এরপরও ত্রিশের কোটায় বয়স চলে গেলেও ডাক পাননি ভারতীয় একাদশে। দরজা কি আদৌ খুলবে, মনে মনে অভিমান জমলেও প্রকাশ করেন না অভিমন্যু। বাংলার সতীর্থদের থেকে শুভেচ্ছা, সিএবির সংবর্ধনায় চুটিয়ে খেলে যেতে চান উত্তর প্রদেশের এই ক্রিকেটার।