শুরু হয়ে গিয়েছে নতুন সপ্তাহ। মাঝ ভাদ্রের সকাল থেকে আকাশ খানিক পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো এদিন আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের ওপরে কিংবা আশপাশে আপাতত কোনও নিম্নচাপের অবস্থা নেই। এছাড়া মৌসুমী অক্ষরেখাও রয়েছে অনেকটা দক্ষিণে। সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন এবং মঙ্গলবার আপাতত উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিনের পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার আপাতত কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে খুব সামান্যই।