বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়তে পারে স্থলভাগে। আগাম সতর্কতা হিসেবে শিয়ালদহ শাখায় সমস্ত লোকাল ট্রেন ১৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ওভারহেডের তার ছিঁড়ে বা গাছ পড়ে মাঝপথে কোনও ট্রেন দাঁড়িয়ে গেলে, তা বিপজ্জনক হতে পারে তারজন্যই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরেরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন শিয়ালদহ শাখায় চলাচল করবে না ৷৷ তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে, শুক্রবার সকাল ১০টার পর থেকে আবারও শিয়ালদহ শাখা থেকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে ৷ রেল সূত্রে খবর, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল। ডাউনেও যে ট্রেনগুলি আসবে তার মধ্যেও বাতিল ৯৩টি ট্রেন। সেখানেও একাধিক সুপারফাস্ট ট্রেন রয়েছে