প্রয়াত অভিনেতা তথা দূরদর্শনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব দেবরাজ রায়। জানা যায় গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন কিডনির সমস্যাতেও। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। মাল্টি অরগ্যান ফেলিওরের কারণে থামল জীবনের লড়াই। বাংলা ছবির জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’র হাত ধরে অভিষেক হয় তাঁর। কাজ করেছেন মৃণাল সেন, তরুণ মজুমদারের মতো কিংবদন্তিদের সঙ্গেও। তাঁর মতো খ্যাতনামা শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন মহল।