‘বেঁচে থাকতেই মানুষ তাঁর প্রাপ্য সম্মান পাক’, অরুণ রায়ের প্রয়াণে লিখলেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবারই বিনোদন জগতকে বিদায় জানিয়ে চলে গিয়েছেন পরিচালক। রেখে গিয়েছেন, ‘এগারো’, ‘হীরালাল’, ‘বাঘা যতীন’, ‘বিনয় বাদল দীনেশ’-এর মতো একাধিক জনপ্রিয় কাজ। কিন্তু দর্শকমহল এবং সমালোচকমহলেও তাঁর কাজ সমাদৃত হলেও একসময়ে এই ইন্ডাস্ট্রিতে তিনি যথাযোগ্য সম্মান পাননি বলেই মনে করেন অভিনেত্রী। বৃহস্পিতবার তাঁর প্রয়াণের পর সেই আক্ষেপ নিয়েই লিখলেন, ‘মরে যাওয়ার পর সম্মান না দিয়ে বেঁচে থাকতে উপযুক্ত সম্মান আর তার প্রাপ্য কাজ পাক মানুষ। যেখানে আছো ভালো থেকো অরুণদা। যদি পরের জন্ম বলে কিছু হয়, তাহলে পরের জন্মে অনেক অনেক সিনেমা বানিও।’