কলকাতা সহ সারা বাংলা জুড়ে চলেছে বেআইনি জমি দখলদারি। বিশেষ করে জলা জমি বুজিয়ে বহুতল নির্মাণ এখন প্রকাশ্যে চলে এসেছে। এই বিষয়কে কেন্দ্র করেই বিজেপির শঙ্কর ঘোষ বিধানসভায় প্রশ্ন তোলেন। উত্তরে ফিরহাদ হাকিম স্পষ্ট বলেন, আর কোনো বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না। সম্প্রতি সোদপুর আমরাবতির মাঠ প্রমোটারের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। পানিহাটি পৌরসভার চেয়ারম্যানকে সেই অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করতে বলা হয়।
এই জমি দখল বেআইনি পথে হচ্ছে বলেই অবৈধ নির্মাণও বাংলায় হচ্ছে বলে অভিযোগ। বেআইনিভাবে জমি দখল করে প্রোমোটিং করার অভিযোগ শুনতে হয়েছে ফিরহাদ হাকিমকে। এমনকী শহর থেকে জেলায় হকাররা জায়গা ‘জবরদখল’ করে ব্যবসা করছে এমন অভিযোগও উঠেছে। বাড়ি হেলে পড়ার ঘটনা একের পর এক ঘটেছে এই বাংলায়। এইসব ঘটনা প্রকাশ্যে আসার পরই বেআইনিভাবে জমি দখল করা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। আজ, সোমবার এই বিষয়টি বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বেআইনিভাবে জমি দখল করা নিয়ে তাঁর এক প্রশ্নে ফিরহাদ বলেন, ‘রাজ্য সরকারের জমি নীতি মেনে নিলাম ছাড়া অথবা মন্ত্রিগোষ্ঠীর অনুমোদন ছাড়া কোনও জমি কেউ দিতে পারবে না।’ এর আগেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, তাঁর সরকার কোনও ভাবেই বেআইনি পথে জমি, জলাশয়, ফুটপাত দখল বরদাস্ত করবে না।