বাংলা সিনেমায় একজন অন্যতম আইকন দেব। পর পর দেশ কয়েকটা সফল ছবি কারণে এখন দেব ভক্তের সংখ্যা বেশ কয়েক লক্ষ। বর্তমানে সিঙ্গেল স্ক্রিন ভিজিট করছেন দেব। টলিউডের সুপারস্টার এখন তিনিই। খাদান দিয়ে রমরমা ফেলে দিয়েছেন বক্স অফিসে। ইতিমধ্যেই ৩ সপ্তাহ পেরিয়ে চার নম্বর সপ্তাহে পা রেখে ফেলেছে খাদান। কিন্তু জয়যাত্রা থামার নাম নিচ্ছে না। সোমবার অভিনেতা এসেছিলেন বেলঘরিয়ায়। দেবকে দেখতে, একটু ছুঁতে, একটা ফোটো তুলতে এদিন জনজোয়ার বেলঘরিয়া স্টেশন চত্বরে। স্টেশনের পাশেই রূপমন্দির সিনেমা হলে এসেছিলেন খাদান-অভিনেতা। কালো পোশাক। এত মানুষ ছেঁকে ধরেছেন, কিন্তু চোখেমুখে বিরক্তির লেশমাত্র দেখা গেল না। ঠিক যেন, বাংলার ঘরের ছেলে তিনি।
খাদান মুক্তির আগে বেঙ্গল ট্যুর করেছিলেন দেব। সেখানেও এরকমই উল্লাস দেখা গিয়েছিল আমজনতার মধ্যে। তারপর মাঝে কদিন শহরেরই নানা মাল্টিপ্লেক্সে ভিজিট করেছেন টিম নিয়ে। টলিউডের তারকাদের জন্য প্রিমিয়ার রেখেছিলেন। দিয়েছিলেন সাকসেস পার্টিও। তারপরই অভিনেতা-বিধায়ক ঘোষণা করেন, খাদানের সাফল্য তিনি উপভোগ করেন দর্শকদের সঙ্গেও। খাদান খাতা খুলেছিল বক্স অফিসে ৮৪ লাখ দিয়ে। এর আগে কোনো বাংলা সিনেমা প্রথম দিনে এই অঙ্ক রোজগার করতে সক্ষম হয়নি। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুসারে, ১৫ কোটির ঘরে পা রেখে ফেলেছে খাদান। তবে এবার পাখির চোখ ২০ কোটি। খাদান ঝড় সামলেই পরের ছবির কাজে হাত দেবেন দেব। ইতিমধ্যে নিজের পরবর্তী ২টি ছবির ঘোষণাও করে ফেলেছেন তিনি। একটি হল রঘু ডাকাত, যা বানাচ্ছে এসভিএফ। বিগত চার বছর ধরে আটকে থাকার পর, সমস্ত জট আপনা থেকেই কেটে যায় খাদান সাফল্য পেতে। আরেকটি ছবি হল অতনু-অভিজিৎ-দেবের সমন্বয়ে পরবর্তী কাজ প্রজাপতি – ২।